ভেদরগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতার ঢাকা এর সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ”।
বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সম্পন্ন হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আল-নাসীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
। অনুষ্ঠানে তিনি সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার কথা বলেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, অনুষ্ঠানটি আগামী ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ০৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা “ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ প্রচার করা হবে। উল্লেখ্য, অনুষ্ঠানটি বিগত ৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে আয়োজন করে থাকে।