২য় পর্যায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৪৬২ জন ক্রেতার মাঝে টিসিবি’র পন্য-সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৩টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। এ সময় বিতরণ কার্যক্রম পরিদর্শন করে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক জনাব মো. পারভেজ হাসান। এসময় তিনি রামভদ্রপুর, মহিষার ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় টিসিবি’র কার্যক্রম পরিদর্শন করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসীফ বলেন, পবিত্র রমজান মাসে টিসিবি’র এসব পন্য সামগ্রী ন্যায্য মূল্যে পেয়ে জনসাধারনের মাঝে স্বস্তি ফিরেছে। সরকারের এ মহতি উদ্যোগ সুষ্ঠভাবে বাস্তবায়নে সর্বোচ্চভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। ডিলারদের মাধ্যমে সুষ্ঠভাবে বন্টন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে ১৩ এপ্রিল পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।