আজ মঙ্গলবার বেলা ১১:৩০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর, জনাব মোঃ আক্তার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, জনাব মোঃ সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুর, জনাব অবনী শংকর কর, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা, শরীয়তপুর, জনাব মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর, জনাব কামরুল ইসলাম, ডিআইও-২, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, জনাব মিন্টু মন্ডল, অফিসার ইনচার্জ, পদ্মা সেতু দক্ষিন থানা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত কাবাডি প্রতিযোগিতায় শরীয়তপুরের ৬টি উপজেলার বালক দল ৬টি ও বালিকা দল ৬টি সর্বমোট ১২টি দল খেলায় অংশগ্রহন করে। এছাড়াও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় ও ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে দেশব্যাপী কাবাডি প্রতিযোগিতার আয়োজন করার আমন্ত্রিত অতিথিবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।