বুধবার (৮ ডিসেম্বর) ডগ্রী গ্রামের নিজ বাড়ির বসত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আখি আক্তার উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রী এলাকায় হোসেন হাওলাদারের স্ত্রী। তাদের দুই সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আখি তার দুই সন্তান ও শ্বাশুরিকে নিয়ে তাদের বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার দিকে শ্বাশুরি নুরজাহান বেগম ওযু করার জন্য বাহিরে যাওয়ার সময় দরজা বাহির থেকে বন্ধ করে যায়।
পরে ঘরের ভিতর থেকে কান্না ও চিৎকারের শব্দ শুনে নুরজাহান ঘরে গিয়ে দেখে আখির মেয়েরা তাদের মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘরে ঢুকে আখিকে মৃত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, লাশ উদ্ধার করে মর্গা পাঠানো হয়েছে।
আখির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।