শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মিন্টু মাঝি (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।
আহত হয়েছেন নিহতের ছোট ভাই ও বোন তাসলিমা বেগম নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলা ডি এম খালী ২ নং ওয়ার্ডের পূর্ব হাওলাদার কান্দি গ্রামে। মিন্টু মাঝি ওই গ্রামের মৃত আমান উল্লাহ মাঝির ছেলে। এলাকাবাসী জানায়, প্রতিবেশী মৃত আলী মিয়া হাওলাদারের পুত্র সুমনের সঙ্গে মিন্টুর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার (১৫ জানুয়ারি) সকালে মিন্টু মাঝির বাড়ির পাশে রাস্তায় টিনের বেড়া ভাঙচুর করে সুমন সহ চার পাঁচ জন তখন মিন্টু তাতে বাধা দিলে এক পর্যায়ে সাফাল ও লাঠি দিয়ে মিন্টু মাঝির মাথায় আঘাত করলে তিনি আহত হন।
স্বজনরা উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ৩ জন আসামি কে ধরা হয়েছে। একটি হত্যা মামলার প্রস্ততি চলছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।