সাইফুল ইসলাম, শরীয়তপুর।
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় বেপরোয়া দুই মোটরসাইকেল সংঘর্ষে কাউসার আহমেদ কাজল সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিন আরহী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ডি এম খালী-সখিপুর সড়কের হকপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কাজল ডি এম খালী হাজী কান্দি গ্রামের মরহুম আজিজুল হক সরকারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে হকপুরে রাস্তার ওপর মটরসাইকেল টি থামালে এ সময় তিনজন আরোহি নিয়ে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেল দ্রুতবেগে পৌছালে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাথায় মারাত্বক আঘাত পায় স্হানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠালে রাস্তায় মারা যান কাজল। এ ঘটনায় আহতরা হলেন মোটর সাইকেল চালক নাদিম(২০), মহিন(১৮) ও রায়হান (২০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি উপজেলার দক্ষিণ সখিপুর রশিদ বেপারী গ্রামের।