বিএনপিকে উদ্দেশ্য করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার বাহিরে কাউকে চিন্তা করে না।
আগামী নির্বাচনে জনগনের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামীলীগ। অতএব, ঘরে বসে হুংকার না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। বৃহস্পতিবার বিকেলে সখিপুর থানাধীন ৯টি ইউনিয়নের ১শ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপমন্ত্রী বলেন, ইদানিং দেখছি বিএনপির কিছু নেতা ঘরে বসে হুংকার দিচ্ছেন।
নির্বাচনের আগেই নাকি সরকারকে পদত্যাগ করাবেন। আপনারা একটা কথা মনে রাখবেন, আওয়ামীলীগ শুধু সরকারেই নয়, রাজপথেও আছে। যেটা প্রমান পেয়েছেন করোনা মহামারিতে। আপনারা দেখেছেন, কিভাবে আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে জনগনের ঘরে ঘরে সহায়তা পৌছে দিয়েছে।
এটাই প্রমান করে, মানুষের হৃদয়ে শেখ হাসিনা আছেন, মানুষের হৃদয়ে আওয়ামীলীগ আছে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসীফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ূম, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন, সখিপুরের ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য ব্যাক্তিবর্গ।