আজ ভোর রাত আনুমানিক ৪টার সময় উত্তর তারাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে ৩জনের মৃত্যু হয়েছে। এ সময় তারা নদীতে অবস্থান করেছিল।
নিহতরা হলেন,
নামঃ মহিউদ্দিন (২৬)
পিতাঃ কাসেম পাঠান
গ্রামঃ টুকু বেপারি কান্দি
নামঃ আলআমিন (৩৬)
পিতাঃ হাকিম দেওয়ান
গ্রামঃ দেওয়ান কান্দি
নাম: নয়ন
তার বাড়ি চাঁদপুরের হাইমচর হওয়ায় তার পুরো পরিচয় শনাক্ত সম্ভ হয় নি। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে গিয়েছিলো তারা। এ সময় হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হতে থাকে। ঐসময় শুরু হয় তুমুল বজ্রপাত। পরে আচমকা একটি বজ্রপাত তাদের নৌকাতে আঘাত করে। এসময় নৌকায় থাকা ৩জেলে নিহত হয়।