শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। রনি আহম্মেদ (২৭) নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। সে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যলয় থেকে পুলিশ লাইনে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সে নিহত হয়।
তার শ্বশুর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার বাহির কুষিয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রেশমা পপিকে ৪ বছর আগে বিবাহ করেছিল রনি। তাদের এক কন্যা সন্তান রয়েছে।