শরীয়তপুরের জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পালং বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এছাড়া সভাকে কেন্দ্রে করে সদর হাসপাতালের সামনে, রাজগঞ্জ ব্রিজ, চৌরঙ্গীর মোড় এলাকাসহ সদরের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষের ঘটানায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করে বিভিন্ন স্থানে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। পৃথক সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, পালং বাজার এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে দুইটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে ২১ রাউন্ড সটগ্যানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।