শরীয়তপুরের প্রত্যেকটি এলাকায় (শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, সখিপুর) ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডব শুরু হয়েছে। রাত ১২টা থেকে ঝির ঝির বৃষ্টির সাথে বাতাসের বেগ বেড়ে চলছে।
পুরো আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। পদ্মার পানি উচ্চতা কয়েক ফুট বেড়ে গেছে।
শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধ করা হয়েছে সকল প্রকার নৌ-যান চলাচল। খুলে রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র গুলো।
বিশেষ করে, ঘুর্ণিঝড় আম্ফানে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শরীয়তপুরের পদ্মার তীরবর্তী চরাঞ্চল গুলো। চাঁদপুর জেলার পাশ্ববর্তী চরাঞ্চল সখিপুর ও গোসাইরহাটের মেঘনার তীরবর্তী চরাঞ্চলগুলো এ ঝুঁকির মধ্যে রয়েছে।
আমাদের প্রতিনিধিরা বলছে, বাতাসের বেগ যেভাবে বেড়ে চলছে, সে অনুযায়ী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।