শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় তিন বসত বাড়িতে আগুনে পুড়ে যায়। এতে নগদ অর্থ সহ পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার হোসেন মৃধা ও হাবিবুর রহমান সাদ্দামের বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার তিলই গ্রামের মৃধা বাড়িকে রান্না করার চুলা থেকে প্রথমে মোক্তার হোসেনির ঘরে পরি হাবিবুর রহমানের ঘরে আগুন লাগে। এতে তিন ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার দাউদ মোল্লা বলেন, ডামুড্যার তিলই গ্রামের বেলা ১১ টায় আমরা খবর পাই মৃধা বাড়িতে আগুন ধরেছে। তৎক্ষণিক আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানতে পারা যাবে। তবে প্রথমিক ধারনা করা যায় রান্নার ঘর থেকে আগুনের শুত্র পাত।