শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে গতকাল রাতে সেখানকার সদ্য বিদায়ী ইউএনও সাব্বির আহম্মেদ এক হৃদয় বিদারক ফেসবুক স্ট্যাটাস দেন। যা তার অনেক সৌভাকাঙ্খির চোখে পানি ঝড়িয়েছিল। সাব্বির আহমেদের হাত ধরে যখন ভেদরগঞ্জ উপজেলার প্রতিটি কাজে অন্যরকম ছোয়া লাগছিল ঠিক তখনি তিনি বিদায় নিয়েছেন ভেদরগঞ্জ থেকে।
নিচে তার স্ট্যাটাসটি তুলো ধরা হলো।
#♥নিঝুম দ্বীপের পথে তাসরিফ লন্ঞ্চে……
১০:২০ মিনিটের দিকে যখন চাঁদপুরের মোহনা অতিক্রম করছি,লন্ঞ্চের ছাদে অবস্থান করা যাত্রীরা যখন চাঁদপুর শহরের বিচ্ছুরিত আলোর দিকে তাকিয়ে আছে, ঠিক তখন চোখ ঠিক উল্টো দিকে খুঁজে বেড়াচ্ছে আমার প্রাণের সখিপুরকে। ঐ দৃষ্টির সীমা যেন বার বার অতিক্রম করছে স্টেশন বাজার, আলুবাজার, দক্ষিণ তারাবুনিয়া, সখিপুর স্টেশন বাজার, দুলারচর, কাচিকাটা……..
বহুদিন, বহুদিনের অাবেগ……..
বহুপথের স্মৃতি……..
অনেক প্রিয় মুখ……
ভালোবাসার সখিপুর……
প্রাণের ভেদরগঞ্জ……#♥