শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। শিশির (১৬) নারায়নপুর ইউনিয়নের বাসুুদেবপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস ফকিরের ছেলে। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। পরে শনিবার মেয়েটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। অপরদিকে ধর্ষক শিশির নারায়নপুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। তারা সম্পর্কে দূর সম্পর্কের চাচাতো ভাইবোন।
জানাগেছে, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে মেয়েটিকে চকলেট খাওয়া লোভ দেখিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে যায় শিশির। এ সময় মেয়েটিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। বিষয়টি তারা পারিবারিক ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।