পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন,
বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাই এখন বাংলাদেশের বাতিঘর। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরন্তর কাজ করে চলছেন। তার দক্ষ নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। তার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির শিখরে পৌছে যাচ্ছে। সরকারি করণ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানও।
বুধবার শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন ও চরভাগা বঙ্গবন্ধুু আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সরকারি করণে আয়োজিত শুকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে এবং জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম সার্থক হবে। কারণ আমরা সবাই শেখ হাসিনার কর্মী
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মাস্টার মাইন উদ্দিন, সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারন সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।
এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনজাত করা হয়।