ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (অনার্স) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জন করায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইমা প্রধানমন্ত্রী স্বর্ণ পদক অর্জন করেছেন। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি সহ অন্যান্য মন্ত্রীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (BTV) সরাসরি সম্প্রচারিত হয়।
ইসরাত জাহান ইমা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বেপারীর মেয়ে। ইব্রাহীম খলীল বেপারী সখিপুর থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।