মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীর চরে গ্রীণ ওয়াটার-১০ নামে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লঞ্চ জরুরী নোঙ্গর করেছে। ধারণক্ষমতার দ্বিগুন যাত্রী বহনের কারনে মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে লঞ্চে পানি উঠে পড়ায় তড়িঘড়ি করে লঞ্চটি নদীর চরে নোঙ্গর করতে সমর্থ হয় চালক। এতে করে প্রাণে রক্ষা পান প্রায় সাড়ে আটশ’ যাত্রী। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারনে এ ঘটনা ঘটে। তবে যাত্রীদের কেউ হতাহত হয়নি। লঞ্চটি নদীর চরে নোঙ্গর করা হয়েছে। এখন অন্য একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। সেটি আসলে যাত্রীদের সেই লঞ্চে করে গন্তব্যে পাঠানো হবে।