চাঁদপুর বড় স্টেশন মেলহেডে ২২ লক্ষাধিক টাকার মালামাল সহ একটি ট্রলার ডুবে গেছে।
রবিবার দুপুরে চাঁদপুরের পুরাণ বাজার থেকে মাল বোঝাই করে শরীয়তপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মেঘনা নদী পাড়ি দেওয়ায় সময় প্রবল স্রোতের কবলে পরে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে মাঝিরা। এই সময় ট্রলারে থাকা ১২জন শ্রমিক সাঁতার কেঁটে তীরে উঠতে সক্ষম হয়।
ডুবে যাওয়া ট্রলার মালিক অলিউল্লাহ জানায়, প্রতিদিনের ন্যায় ট্রলারমালিক অলিউল্লাহ পুরাণ বাজারের পাইকারি দোকান থেকে ২২লক্ষ টাকার মালামাল ক্রয় করে শরীয়তপুরের চরআত্রা দোকানীদের জন্য নিয়ে যাচ্ছিল।