খুলনা হতে রাজশাহীগামী অন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসের “ঝ বগিতে ১৩ বছর এর এক মেয়ে শিশু হটাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার মুখ দিয়ে রক্ত উঠেছিলো। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পরে ট্রেনের গার্ড মো: আশিকুজ্জামান ও এটেন্ডেন্ট মো: সাব্বির হোসেন ঝলক, মো: সবুজ ও মো: আহসান হাবীব এবং ট্রেনে কর্মরত জিআরপি এর সহায়তায় অসুস্থ শিশুকে এসি বগিতে নিয়ে আসা হয়।
পরে একজন যাত্রী ডাক্তারের মাধ্যমে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
তবে মেয়েটির পুরো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।