শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস আজ শনিবার রাত ১১.৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
নড়িয়া উপজেলার আরো চারটি, ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো দুইটি এবং জাজিরা উপজেলার একটিসহ মোট সাত(০৭)টি পরীক্ষার ফলাফল COVID-19 পজিটিভ এসেছে।
তবে এসব রোগীর নাম, গ্রাম বা ইউনিয়নের নাম সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ(২০) জন।
বিস্তারিত আসছে,,,,