পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির প্রচেষ্টায় শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নেরর একটি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করণের কাজ শুরু হয়েছে। চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করণের কাজ শুরু করায় এ সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় সাধারণ জনগন। তিনি এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা।
এর আগে সখিপুর সদরের হাজী শরীয়তউল্যাহ কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে এ সাংসদ ব্যাপক ভূমিকা রেখেছিলেন। বর্তমানে তিনি ঐ কলেজ গভর্ণিং বডির সভাপতি।
এদিকে চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করার লক্ষ্যে আজ শনিবার বিদ্যালয়টি পরিদর্শনে আসেন সম্মানিত কলেজ উপ-পরিদর্শক জনাব রবিউল আলম।
তিনি প্রতিষ্ঠানটির সার্বিক দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় টি অতি শিঘ্রই কলেজে রুপান্তরিত হবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, সখিপুর থানাধীন বিভিন্ন এলাকায় বর্তমানে ৪ টি কলেজ রয়েছে। এর মধ্যে সখিপুর ইউনিয়নে দুটি, ডিএমখালি ইউনিয়নে ১টি এবং আরশিনগর ইউনিয়নে ১টি কলেজ রয়েছে।