ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মো. নাজমুল সরকার (২২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত পৌনে ২টার দিকে সখিপুর থানার ডিএমখালি মুসলমানকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, ডিএমখালি সরদারকান্দি গ্রামের মিজানুর রহমান বাচ্চু সরকারের ছেলে নাজমুল একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় ইয়াবা ট্যাবলেট সেবন শুরু করেন। নেশা করায় পরিবার তাকে টাকা দিত না।তাই ইয়াবা ট্যাবলেটের টাকা জোগাতে ডাকাতি শুরু করেন।
পুলিশ জানায়, রবিবার রাতে ডিএমখালি মুসলমানকান্দি ব্রিজের ওপর কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য অবস্থান করেছেন- এমন সংবাদ পেয়ে সখিপুর থানার পুলিশ সেখানে যায়। পুলিশের গাড়ির শব্দ পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, তার সঙ্গে রাকিব রকি (২০), রিপন (২৮), আকাশ (২৮), রিদুল বালা (২৩), হাসিবসহ (২৪) কয়েকজন ছিলেন। তারা যাত্রীবাহী গাড়িতে ডাকাতি করতে ওই ব্রিজের উপর দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। এ ঘটনায় পুলিশ ডাকাতি মামলা করেছে।